ফল খেয়ে পরীমণির বাসার সবাই হসপিটালাইজড!


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:২২ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪


ফল খেয়ে পরীমণির বাসার সবাই হসপিটালাইজড!
পরীমণি | ফাইল ছবি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি কয়েকদিন আগেই বরিশাল নিজ গ্রামে গিয়েছিলেন। সেখানে পরিবারের মানুষদের সাথে আনন্দে সময় কাটানোর পরে ঢাকায় আসতেই অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। 


পরীমণি রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে সোশ্যাল মাধ্যমে নিজের ও পরিবারের বাকি সদস্যেদের অসুস্থতার কথা জানিয়েছেন। রাস্তার পাশের একটি ফলের দোকান থেকে ফল কিনে খাওয়ার পরে ফুড পয়জনিংয়ের শিকার হয়ে সন্তান পুণ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।


আরও পড়ুন: কলকাতার ছবিতে বুবলী


এ বিষয়ে পরী জানান, বরিশাল থেকে ঢাকা ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে প্রতিবার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়ে খেয়েছিল। ব্যস! বাচ্চা, আমি, আমার গাড়ির ড্রাইভারসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং এ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত থেকে হসপিটালে ভর্তি আছি। সবাই মোটামুটি রিকোভার করলেও পুণ্য (রাজ্য) এখনও হসপিটালাইজড আছে!


বরিশাল থেকে ঢাকা ফিরেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী পরীমণি। এমনটাই পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সেসব পরিকল্পনাও জলে ভেসে গেছে। তিনি বললেন, নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভেবেছিলাম। শনিবার (১৩ জানুয়ারি) আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র প্রেস মিটিং ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। সেখানে থাকতে পারিনি।


আরও পড়ুন: সরিষা ক্ষেতে পরীর দলের হিহি হাহা


সবশেষে ভক্তদের সাবধান করে পরী বলেন, শীতের সময় সবাই খাবার-দাবার দেখে খাবেন। বিশেষ করে বাইরের খাবার গুলো। এত পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেফ পজিশনে থাকা মুশকিল।


উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) মুক্তি পাচ্ছে পরী অভিনীত চলচ্চিত্র ‘কাগজের বউ’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ  সিনেমায় নায়িকার নায়ক হিসেবে দেখা যাবে ডিএ তায়েব ও মামনু ইমনকে। এর মাধ্যমে নতুন বছরের প্রথম ছবি হিসেবে রঙিন পর্দায় দেখা যাবে পরীকে।


এমএল/