শৈত্যপ্রবাহে যে জেলায় মাধ্যমিকের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


শৈত্যপ্রবাহে যে জেলায় মাধ্যমিকের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে ওই জেলায় সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায়ও  ঘুরে এই অবস্থা দেখে যায়। কিছু সময় মুষলধারে বৃষ্টি হয়। এরপর আবারও কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তীব্র ঠাণ্ডায় রেললাইনে ফাটল


এর আগে, বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়।


এদিকে, তীব্র শীতের সঙ্গে বৃষ্টির কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জেলার মাঠে মাঠে আলু, বোরো ধান এবং ভুট্টা রয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।


আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানেে মোটরসাইকেলসহ রূপার গহনা উদ্ধার


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫টা ৫০ মিনিট থেকে চুয়াডাঙ্গা সদর এলাকায় বৃষ্টিপাত শুরু হয়, যা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কম এবং বৃষ্টি অব্যাহত থাকার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি।


জেবি/এসবি