বারবার নগ্ন হতেও আমার কোন আপত্তি নেই: পাওলি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


বারবার নগ্ন হতেও আমার কোন আপত্তি নেই: পাওলি

বরাবরই সাহসী তিনি। যেমন মুখের কথায় তেমনি পোশাক ও চলাফেরায়। প্রথা ভাঙেন, নিজের মতো করে চলবেন বলে। অভিনয়ে তিনি জাদু ছড়াতে পারেন। তিনিই হচ্ছেন পাওলি দাম। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী।

অভিনয় জীবনের শুরুতেই শ্রীলঙ্কাবাসী এক পরিচালকের সিনেমা ‘ছত্রাক’-এ অভিনয় করার সুযোগ পান পাওলি। ২০১১ সালে মুক্তি পেয়েছিল। সেই ছবি কান চলচ্চিত্র উৎসব থেকে টরেন্টো চলচ্চিত্র উৎসব- একাধিক দেশে স্বীকৃতি পায়। পাওলির নগ্নতা এবং শারীরিক সম্পর্কের চিত্রায়ন নিয়ে বিতর্কের ঝড় ওঠে পশ্চিম বাংলায়। বাংলা সিনেমার ক্ষেত্রে ওই দৃশ্য ছিল অত্যন্ত সাহসী পদক্ষেপ।

সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, গল্পের প্রয়োজনে বারবার এমন চরিত্র করবেন তিনি। নগ্ন হতেও তার আপত্তি নেই।

পাওলি বলেন, যদি বুঝি, সেই চরিত্রটির জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করবো। যেকোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সেরকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এসব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই।

এসএ/