বর্ষসেরা ক্রিকেটার কামিন্স, ওয়ানডেতে কোহলি ও টেস্টে খাজা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বছর জুড়ে শুধু পারফরম্যান্সেই নয় নেতৃত্বগুণেও সবাইকে মুগ্ধ করেছেন। আইসিসি এই অজি পেসারকে তাই বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছেন।
একই দিনে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নামটিও প্রকাশ করা হয়েছে। ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অজি ওপেনার উসমান খাজা টেস্টের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন।
আরও পড়ুন: তখন কিছুটা আবেগ তো আসবেই: স্টোকস
কামিন্সের অসাধারণ নেতৃত্বগুণেই ষষ্ঠবারের মতো বিশ্বকাকের শিরোপাকে ঘরে তুলেছে অস্ট্রেলিয়া দল। আর জিতেছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমনকি পুনরূদ্ধার করেছে অ্যাশেজও।
২০২১ সালের পর তার অধীনে সর্বোচ্চ চূড়া ছুঁয়েছে অস্ট্রেলিয়া দল। তিনি এই পুরস্কার জিততে পেছনে ফেলেছেন সতীর্থ ট্রাভিস হেড, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে। সব মিলে ২৪ ম্যাচ খেলে কামিন্স ৪২২ রানের পাশাপাশি স্বীকার করেছেন ৫৯ উইকেট।
আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও অযোধ্যায় গেলেন না রোহিত শর্মা
কামিন্সের স্মরণীয় পারফরম্যান্স ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নেন তারকা এই পেসার। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট করতে নেমে শুরুতেই ত্রাস ছড়ানোর চেষ্টা করেছিলেন অজি বোলারদের ওপর। কামিন্স ঠিক সেই সময় ম্যাক্সওয়েলের হাতে বল তুলে দেন আর ক্যাচ আউটের ফাঁদে পড়েন ওপেনার রোহিত। ফলে দিশাহারা হয়ে যায় ভারতের ব্যাটিং ইনিংস। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বেই স্বাগতিকরা গুটিয়ে যায় ২৪০ রানের মধ্যেই। ফলে জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় অজি দল।
ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার কোহলি বছর জুড়েই তার ফর্মের জন্য আলোচনাই ছিলেন। ২৭ ম্যাচে ব্যাট করে করেছেন ১ হাজার ৩৭৭ রান। বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ড ৫০তম শতকের দেখা পেয়েছেন। তাতে এই ফরম্যাটে সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি। এই বছর তার শতক ছিল ৬টি আর অর্ধশতক ছিল ৮টি।
আরও পড়ুন: বিপিএল খেলতে ঢাকার পথে বাবর আজম
টেস্টের বর্ষসেরা ক্রিকেটার উসমান খাজার ১৩ ম্যাচে সংগ্রহ ছিল ১ হাজার ২১০ রান। স্মরণীয় পারফরম্যান্স বলতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে অসাধারণ দুটি ইনিংস। প্রোটিয়াদের বিপক্ষে অপরাজিত ১৯৫ রানের পর ভারতের বিপক্ষে ১৮০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন অজি ওপেনার এই ব্যাটার। তবে নিজের সেরাটা লুকিয়ে রেখেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের জন্য।
এমএল/