সোনারগাঁয়ে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধভাবে দখল করে গড়ে উঠা নিমার্ণাধীন চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিংসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেঘনা ঘাট নদী বন্দর।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেঘনা ঘাট থেকে বৈদ্যোর বাজার এলাকা পর্যন্ত বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
আরও পড়ুন: ইজতেমা উপলক্ষে বিআইডব্লিউটিএ'র কল সেন্টার চালু
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে উঠা নির্মাণে ১টি চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিং দিয়ে নদী দখল করা হয়েছিল। সেটি উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
জেবি/এসবি