সোনারগাঁয়ে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

ভ্রাম্যমাণ আদালতের অভিযান এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা নদীতে অবৈধভাবে দখল করে গড়ে উঠা নিমার্ণাধীন চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিংসহ ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মেঘনা ঘাট নদী বন্দর।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেঘনা ঘাট থেকে বৈদ্যোর বাজার এলাকা পর্যন্ত বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এস্কেভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক শরিফুল ইসলাম জানান, মেঘনা নদীতে অবৈধভাবে গড়ে উঠা নির্মাণে ১টি চারতলা ভবন, ড্রেজার পাইপ ও গাছের গুড়ি দিয়ে পাইলিং দিয়ে নদী দখল করা হয়েছিল। সেটি উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








