কোহলির দলে ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪


কোহলির দলে ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়
বিরাট কোহলি | ফাইল ছবি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম টেস্ট ম্যাচ হারতে হয়েছে। এর মধ্যেই একের পর এক ইনজুরির খবর যেন স্বাগতিকদের পেসার অনেকটা বাড়িয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে বিশাখাপত্তমে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল।


মোহাম্মদ শামি প্রথম দুই টেস্টে দলে না থাকায় খুব সম্ভবত সিরিজের বাকি ম্যাচেও পাওয়া যাবে না। আবার জাদেজার হালও শামির মতোই। এ ক্রিকেটার সিরিজের মধ্যে চোট সারিয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 


আরও পড়ুন: অবসর ভেঙে ফেরার ইঙ্গিত পাক অলরাউন্ডারের


ইতোমধ্যেই শোনা যাচ্ছে, ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও শেষমেষ এই টেস্ট সিরিজের বাকি ম্যাচে খেলতে পারবেন না। কোহলি নিজেই ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন শোনা যাচ্ছে, বাকি তিন টেস্টেও তাকে না পাওয়ার সম্ভবনাই বেশি।


বিসিসিআই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই জানিয়েছিল, ‘বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দু'টি টেস্ট ম্যাচ থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছেন। অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সাথে কথা বলেছেন এবং জোর দিয়েছেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়েই তার সর্বোচ্চ অগ্রাধিকার আছে, কিছু ব্যক্তিগত কারণে তিনি এবার খেলতে পারছেন না।’


আরও পড়ুন: শোয়েব অধ্যায় শেষে নতুন ইঙ্গিত সানিয়া মির্জার


এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কোহলি বর্তমানে ভারতের বাইরে অবস্থান করছেন। ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি টেস্ট ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়। কার্যত এই মুহূর্তে কোহলির কোনো খবর নেই। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।


অন্যদিকে কেএল রাহুল ও জাদেজা ছিটকে যাওয়ার পর কার্যত অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপের ওপর ভরসা করেই দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে রোহিত শর্মার দল। আর এর মাঝেই কোহলিকে নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। কিছুদিন আগেই এক বোর্ড কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোহলির ফেরার ব্যাপারে আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো পরিষ্কার বার্তা নেই।’ ফলে বাকি তিন টেস্ট ম্যাচের জন্য বিরাট কোহলির দলে ফেরার বিষয়টি এখন অনেকটা ধোঁয়াশার মধ্যেই রয়েছে।


এমএল/