পুনম পাণ্ডের ভুয়া মৃত্যুর খবরে তীব্র নিন্দা জানিয়েছে তারকারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪
ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে মারা যাননি। শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় এই অভিনেত্রী নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন।
ভিডিওতে পুনম বলেন, ‘আমি এখন বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারের কারণে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন তিনি।
তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন এই অভিনেত্রী। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা করা হয় না।’
আরও পড়ুন: বেঁচে আছেন অভিনেত্রী পুনম পাণ্ডে, ভিডিও বার্তা প্রকাশ
নিজের মৃত্যুর ‘ভুয়া খবর’ ছড়ানোর জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন ৩২ বছর বয়সি পুনম পাণ্ডে। পাশাপাশি বলেছেন, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষেরা সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন তিনি।
পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে আমার মৃত্যু হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথা সেই সব নারীদের ক্ষেত্রে বলতে পারব না, যারা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তাদের কিছুই করার ছিল না কারণ, এই ক্যানসার সম্পর্কে ধারণা অনেক কম। এখানে এসে আমি এটাই বলতে চাই যে, সার্ভিক্যাল ক্যানসার থেকেও মুক্তি মেলে। এর জন্য কিছু পরীক্ষা করাতে হয় প্রথমেই। এইচপিভি ভ্যাকসিন নিতে হয় নির্দিষ্ট সময়মতো।’
এদিকে মৃত্যুর মতো বিষয় নিয়ে পুনমের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন বলিউডের তারকারা। তাদের ভাষায়, মৃত্যু কখনোই মজার বিষয় নয়। পুনম এই কাজটি মোটেও ঠিক করেননি। পাশাপাশি নেটিজেনরাও মৃত্যু নিয়ে মিথ্যা গুজব ছড়ানোর কারণে এই অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই
নির্মাতা রাম গোপাল ভার্মা এক টুইটবার্তায় বলেছেন, ‘পুনম তুমি যেভাবে মানুষের নজর কাড়তে চাইলে এই বিষয়ে, সেটা নিয়ে অনেক বিতর্ক হবে। কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বিষয়টা কিন্তু এবার সবার নজরে আসবে। জরায়ুর ক্যানসার নিয়ে এখন সব জায়গায় আলোচনা হয়। তুমি ভালো থেকো, সুস্থ থাকো।’
সিদ্ধান্ত কাপুর বলেছেন, ‘নিজের মৃত্যুর ভুয়া খবর রটানোর জন্য শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। অসহ্য একটি বিষয়।’ অভিনেত্রী কুশা কপিলা এই বলেন যে, ‘এটার নেপথ্যে হয়তো কেউ আছে। কেউ একটি আইডিয়া নিয়ে এসেছিল পুনমের কাছে আর সেটি রীতিমতো কাজে লেগে গেছে।’
অভিনেতা ও নির্মাতা বিবেক অগ্নিহোত্রী মন্তব্য করেছেন, ‘সামাজিক মাধ্যমের এটা একটা খারাপ দিক। আমার মনে হয় এসবের জন্য এবার কিছু একটা নিয়ম তৈরি করা উচিত। এমন ভুয়া খবর রটানো ভয়ঙ্কর বিষয়।’ তিনি মনে করেন, মৃত্যু নিয়ে এমন গুজব রটানো এখন মাত্র শুরু। সামনে এসব আরও বাড়বে।
আরও পড়ুন: সুহানার সাথে দেখা করতে কোথায় গেলেন অগস্ত্য নন্দা?
ঋদ্ধি ডোগরাও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি লিখেছেন, ‘আমি ওর পিআর টিমকে কখনো দোষ দিতে চাই না। তারা এই কাজটা বুঝে-শুনেই করেছিল। আমি মিডিয়া এবং সংবাদকর্মীদের দোষ দেব, যারা বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত না হয়েই প্রচার করেছেন।’
এ বিষয়ে গায়ক রাহুল বৈদ্য পিআর মার্কেটিংয়ের কড়া ভাষায় সমালোচনা করেছেন। পাশাপাশি এই যুগে সবই সম্ভব বলে মন্তব্য করেছেন এই গায়ক। এবাদেও সোনাল চৌহান, অ্যালি গোনিসহ আরও অনেকেই পুনম পান্ডের এমন কাণ্ডে তীব্র নিন্দা করেছেন। এবং এর পাশাপাশি কেউ কেউ এই অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন।
এমএল/