Logo

গোপালগঞ্জে বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:৫৯
60Shares
গোপালগঞ্জে বৃত্তি পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ বৃত্তি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার ৭ জন মেধাবী শিক্ষার্থীকে অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ বৃত্তি প্রদান করা হয়েছে। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং দাতা প্রতিনিধি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এই বৃত্তি ছাত্র-ছাত্রীদের আরও দায়িত্ববান ও আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এই মহান নেতার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এখন জাতির তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

বিজ্ঞাপন

বৃত্তিপ্রাপ্তরা হলেন, রাজিয়া সুলতানা রুমী (ফারসি ভাষা ও সাহিত্য), অন্তরা দে ও কাওসার শেখ (দর্শন), মো. শরিয়াতুল্লাহ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), বাঁধন ঘোষ (সংগীত), রিয়ামনি (অর্থনীতি) এবং জগন্নাথ বিশ্বাস (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD