পাকিস্তানকে চরমভাবে ভোগাচ্ছে অস্ট্রেলিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাকিস্তানকে চরমভাবে ভোগাচ্ছে অস্ট্রেলিয়া

করাচি টেস্টে পাকিস্তানকে চরমভাবে ভোগাচ্ছে অস্ট্রেলিয়া। দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানের বোলারদের প্রায় ২১২ ওভার বোলিং করিয়েছে অসিরা। স্বাগতিকদের ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত করে শেষ পর্যন্ত ইনিংস ছেড়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের লিড মিলিয়ে পাকিস্তানকে ৫০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে প্যাট কামিন্সের দল।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার করাচি টেস্টে দুই রকম চিত্র দেখছে ক্রিকেট ভক্তরা। টেস্টের প্রথম দিন থেকে ব্যাটের সঙ্গে বলের অসম প্রতিযোগিতা ছিল। লম্বা সময় ব্যাটিং করে পাহাড়সম সংগ্রহ তুলে নেয় অস্ট্রেলিয়া। এমন ব্যাটিংয়ের ফলে ম্যাচের দুই দিন যেতে না যেতেই ড্রয়ের আভাস দিচ্ছিল করাচি টেস্ট।

কিন্তু গতকাল সোমবার তৃতীয় আসতেই এই করাচিতে দেখা গেল ভিন্ন রূপ। অস্ট্রেলিয়ার ব্যাটাররা রীতিমতো যে উইকেটে রানের জোয়ারে ভাসছিল। সেই উইকেটেই মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ইনিংস। ফলে টেস্টের তৃতীয় দিনে জমে ওঠে করাচি টেস্ট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল অসিদের বোলিং তোপে মাত্র ১৪৮ রানেই থেমে গেল পাকিস্তান। মিচেল স্টার্ক-মিচেল সোয়েপসনদের বোলিংয়ের সামনে রীতিমতো স্বাগতিকদের অবস্থা নাজেহাল।

উইকেটে টিকতেই কষ্ট হয়েছিল পাকিস্তানের ব্যাটারদের। সর্বোচ্চ ১৫৪ মিনিট টিকতে পেরেছেন বাবর আজম। এই সময়ে সর্বোচ্চ রানটাও এসেছে তাঁর ব্যাট থেকেই। পাকিস্তানের অধিনায়ক করেন ৭৯ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। বাকিদের মধ্যে দুজন কেবল ২০ রান করে করতে পেরেছেন। আর সবাই মেতেছিলেন আসা-যাওয়ার মিছিলে।

মিচেল স্টার্ক ২৯ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। সোয়েপসন ৩২ রান খরচায় পেয়েছেন দুটি উইকেট। সমান একটি করে পেয়েছেন প্যাট কামিন্স, নাথান লায়ন ও ক্যামরুন।

অথচ এর আগে এই উইকেটে ব্যাট করেই প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। এই উইকেটেই ৫৫৬ মিনিট ব্যাট করেছেন উসমান খাজা। ৩৬৯ বলে ১৬০ রানের চমৎকার ইনিংস উপহার দিয়েছেন তিনি। তিনি ছাড়া বাকিরাও রান পেয়েছেন বেশ। 

অবশ্য পাকিস্তানকে অল্পতে থামিয়েও ফলোঅনে পাঠায়নি অস্ট্রেলিয়া। বরং নিজেরা আবার ব্যাটিংয়ে নামে। পাকিস্তানের বোলারদের আরো ক্লান্ত বানিয়ে ছাড়ে। শেষ পর্যন্ত আজ চতুর্থ দিনে ৯৭ রান করে দ্বিতীয় ইনিংস ছাড়ে অসিরা। ফলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫০৬ রানের। এই রান টপকানো পাকিস্তানের পক্ষে প্রায় অসম্ভব। তবে অন্তত ম্যাচ বাঁচাতে হলেও বাবরদের টিকে থাকতে হবে আগামীকাল পর্যন্ত।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৮৯ ওভারে ৫৫৬/৯ ডিক্লে. (আগের দিন ৫০৫/৮) (স্টার্ক ২৮, কামিন্স ৩৪*, সোয়েপসন ১৫*; আফ্রিদি ৩২-৮-৯৫-১, হাসান ২৫-৭-৭১-১, ফাহিম ২১-৪-৫৫-২, সাজিদ ৫৭-১০-১৬৭-২, নুমান ৪৮-৬-১৩৪-১, বাবর ৪-০-৭-১, আজহার ২-০-১০-০)।

পাকিস্তান ১ম ইনিংস: ৫৩ ওভারে ১৪৮ (শফিক ১৩, ইমাম ২০, আজহার ১৪, বাবর ৩৬, ফাওয়াদ ০, রিজওয়ান ৬, ফাহিম ৪, সাজিদ ৫, হাসান ০, নুমান ২০*, আফ্রিদি ১৯; স্টার্ক ১৩-৫-২৯-৩, কামিন্স ১৯-২-৩৯-১, লায়ন ৯-৫-১৩-১, সোয়েপসন ৯-১-৩২-২, গ্রিন ৮-১-২৩-১, লাবুশেন ১-০-৪-০)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২২.৩ ওভারে ৯৭/২ (খাওয়াজা ৪৪*, ওয়ার্নার ৭, লাবুশেন ৪৪; আফ্রিদি ৬.৩-০-২১-১, হাসান ৭-০-২৩-১, সাজিদ ৫-০-৩১-০, ফাহিম ৩-০-১৩-০, নুমান ১-০-৭-০)।

এসএ/