নান্নু-সাকিবের ভবিষ্যতসহ বোর্ড মিটিংয়ে আসছে বেশকিছু বড় সিদ্ধান্ত


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪


নান্নু-সাকিবের ভবিষ্যতসহ বোর্ড মিটিংয়ে আসছে বেশকিছু বড় সিদ্ধান্ত
ফাইল ছবি

সাকিব আল হাসান কি তিন সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন? নাকি অব্যাহতি চেয়েছেন অধিনায়কত্ব থেকে? মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলের মেয়াদ কি আরও বাড়ানো হবে? নাকি নির্বাচকে দেখা যাবে নতুন কোনো মুখ? 


সাকিব-নান্নুর ভবিষ্যতসহ সোমবার (১২ ফেব্রুয়ারি) কিছু বড় বড় সিদ্ধান্ত আসবে বাংলাদেশের ক্রিকেটে। এদিন দুপুরে নবম বোর্ড মিটিং সভা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 


আরও পড়ুন: হঠাৎ দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস


বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও পরিচালকদের নির্বাচনী ব্যস্ততার কারণে লম্বা সময়ের বিরতির পরে বসতে যাচ্ছে বোর্ডমিটিং। ওয়ানডে বিশ্বকাপের পরপরই এটি হওয়ার কথা ছিল। বিসিবি প্রেসিডেন্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এবং তার ব্যস্ততায় এটি আরও পিছিয়ে আসে।


বোর্ড মিটিংয়ে এজেন্ডার অন্যতম বিষয় হচ্ছে অধিনায়কত্ব ঠিক করা, জাতীয় দলের নির্বাচক প্যানেল চূড়ান্ত করা, কোচ নিয়োগ দেওয়া এবং কোচদের পদবি ঠিক করা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, নারী বিশ্বকাপের আয়োজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সিদ্ধান্ত নেয়া হবে এবারের বোর্ড সভায়।


আরও পড়ুন: হঠাৎ দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস


মিটিং প্রসঙ্গ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আশা করছি সোমবার বিকেল ৪টায় (বিসিবির বিবৃতি অনুযায়ী ২টায়) শুরু হবে বোর্ড মিটিং। আমাদের এই মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়েও বিস্তর আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট তথ্য জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু কাজ অনুমোদনের জন্য বোর্ড মিটিং এ বিষয়টি পেশ করা হবে।’


এমএল/