Logo

শ্রীনগরে মাছবাহী ট্রাক উল্টে নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৭
51Shares
শ্রীনগরে মাছবাহী ট্রাক উল্টে নিহত ২
ছবি: সংগৃহীত

চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বিজ্ঞাপন

শ্রীনগরে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছে। এ সময় ট্রাকের ৫ জন আরোহী গুরুতর আহত হন। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাফিজুল (৪৫) ও শহিদুলের (৪৬) বাড়ি সিরাজগঞ্জ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহতরা হলেন, একই এলাকার খোরশেদ (৪৫), বাহাদুর (৪৫), ইমরান (২৪), সায়েম (৪০) ও টাঙ্গাইলের হৃদয় (২০)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকলিমা রওশন বলেন, হাসপাতালে আসার পর দুজন মারা যান। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

স্থানীয়রা জানান, ঢাকাগামী মাছভর্তি ট্রাকটি ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আসলে পিছনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালকসহ ৭ জন আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ট্রাকের চালক ইমরান দাবী করেন, চাকা পাঞ্চার হলে গতি বেশী থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। হাঁসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মাছের ট্রাকটি সড়ক থেকে রেকার দিয়ে সরানো হয়েছে। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD