আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন নূর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪


আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন নূর
আদালতে নূর | ছবি: সংগৃহীত

আদালত অবমাননার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। 


বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)  বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিলের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।


এর আগে গেল বছরের ১৭ ডিসেম্বর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সাথে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত।


আরও পড়ুন: মির্জা ফখরুল-আমীর খসরু কখন কারামুক্তি পাচ্ছেন?


গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নূরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুসারে, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নূর আপত্তিকর বক্তব্য দিয়েছেন। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।


আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জনের নাম ঘোষণা


ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা জানান, হাইকোর্ট নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে তলব করা হয়েছিল। 


জেবি/এসবি