খেলাধুলা মানুষকে সুস্থ সতেজ এবং মননশীলতা বৃদ্ধি করে: খালিদ মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরও পড়ুন: মানুষ কাঠামোর উন্নয়ন করতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রতি বছরের ন্যায় এবারও সুশৃঙ্খল একটি ক্রীড়া প্রতিযোগিতা কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহন করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি নৌপথ উন্নয়ন ও সংরক্ষণ কাজে কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বের পাশাপাশি একটি দিন পরিবার পরিজন নিয়ে অংশ গ্রহনের গুরুত্ব অনুধাবন করে এ জাতীয় অনুঠান আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ সতেজ এবং মননশীলতা বৃদ্বি করে কর্মস্পৃহা বৃদ্ধি করে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ'র ১৮ টি বিভাগের প্রায় ১ হাজার মহিলা পুরুষ কর্মকর্তা কর্মচারী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪৫টি ইভেন্টে নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।
আরও পড়ুন: ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব আমাদের: নৌপরিবহন প্রতিমন্ত্রী
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগীদের শপত বাক্য পাঠ করান প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক কাজী ওয়াকিল নওয়াজ। আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, সদস্য পরিকল্পনা ও পরিচালন মো. সেলিম ফকির, সদস্য প্রকৌশল মো. মনোয়ার উজ জামান, সদস্য অর্থ কমান্ডার মো. রফিউল হাসাইন এবং বিআইডব্লিউটিএর বিভাগীয় প্রধানগন।
আরএক্স/