সময়ের আলোচিত গীতিকার সুহেল খান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪


সময়ের আলোচিত গীতিকার সুহেল খান
সুহেল খান

বর্তমান সময়ের আলোচিত গীতিকার সুহেল খান। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে শৈশব কেটেছে তার। কর্ম সূত্রে ফ্রান্স প্রবাসী। বাংলা গানের টানে বিভোর হয়ে ইতোমধ্যে নিজের লেখা ৫০টি গান প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার লেখা গান কণ্ঠে তুলেছেন দেশের প্রবীণ ও জনপ্রিয় শিল্পী থেকে শুরু করে নবীন শিল্পীরাও।


সুহেল খানের লেখা প্রকাশিত গানগুলো গেয়েছেন মনির খান, কিরণ চন্দ্র রায়, গামছা পলাশ, আকাশ মাহমুদ, তসিবা বেগম, সামজ ভাই, রিজান, মোনালিসা মুন,  ফারদিন খান, রুমি খান, ইবনাত সালমা, মুক্তা সরকার,সাথী বৈদেশি, নুর কাজল, রুমা পাগলী, জহির পাগলা, পুতুল দেওয়ান, লিটা সরকারসহ আরো অনেকে।


আরও পড়ুন: ‘পুষ্পা ৩’ নিয়ে সুখবর দিলেন আল্লু অর্জুন


এছাড়া তার লেখা প্রকাশের অপেক্ষায় রয়েছে আসিফ আকবর, কাজী শুভ, মমতাজ, শফি মন্ডলের বেশকিছু গান।


২০১০ সালে ‘বন্ধু বলি যে তুমারে’ শিরোনামে প্রকাশিত গান দিয়ে যাত্রা হওয়া সুহেল খান জনবাণীকে বললেন, বাংলা গান আমাকে খুবই টানে। ভালো লাগার জায়গা থেকে লেখালেখি শুরু করি। যতদিন বাঁচি লিখে যেতে চাই।


আরও পড়ুন: এবার ব্যবসায় নামলেন পরীমণি


তিনি আরও বলেন, আমার স্বপ্ন একটি মিউজিক কোম্পানি প্রতিষ্ঠা করা। সেখানে দেশের সকল শিল্পীদের নিয়ে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া চাই।


জেবি/এসবি