আজ সকাল ৮টায় খুলল বইমেলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ এএম, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টা থেকে শুরু হয়েছে বইমেলা। চলবে রাত ৯টা পর্যন্ত।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের চেহারা ফ্যাকাসে হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
পরে সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করেন কবি শামীম আজাদ।
আরও পড়ুন: কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো হুমকি নেই: র্যাব ডিজি
এদিকে, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৪। এতে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ ছাড়া স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। আর অমর একুশে বক্তৃতা দেবেন বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
জেবি/এসবি