Logo

খাইরুল ওয়াসীর ‘কলিজারে তুই আমার’

profile picture
জনবাণী ডেস্ক
২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৩৪
96Shares
খাইরুল ওয়াসীর ‘কলিজারে তুই আমার’
ছবি: সংগৃহীত

ক্যামেরাম্যান হিসাবে ছিলেন সোহেল খান। প্রযোজক হিসেবে ছিলেন সিনেটেক মাল্টিমিডিয়ার কর্নধার সেলিম রেজা।

বিজ্ঞাপন

সিনেটেক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খাইরুল ওয়াসী'র 'কলিজারে তুই আমার'। গানটির গীতিকার ফারুক রাজ, সুরকার করেছেন জিএম রহমান রনি। সঙ্গীত আয়োজনে ছিলেন স্বাধীন শাহ্। মিউজিক ভিডিওটি গল্প ও নির্মাণ করেছেন একে মামুন। গানটিতে মডেল হিসাবে দেখা যাবে সেলিম ও তানহাকে । ক্যামেরাম্যান হিসাবে ছিলেন সোহেল খান। প্রযোজক হিসেবে ছিলেন সিনেটেক মাল্টিমিডিয়ার কর্নধার সেলিম রেজা। 

বিজ্ঞাপন

সঙ্গীতশিল্পী খাইরুল ওয়াসী বলেন, আমার গাওয়া 'কলিজারে তুই আমার' গানটি অসাধারণ । গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ হয়েছে ৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, সবার গানটি দেখে ভালো লাগবে।

বিজ্ঞাপন

মডেল সেলিম বলেন,গানটি মানুষের মনের যে দুঃখ সেটা ভুলিয়ে একটু ভালো লাগার পরশ বুলিয়ে দেবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।

বিজ্ঞাপন

মডেল তানহা বলেন, যে মিউজিক্যাল ফিল্মে কাজ করেছি গানটি অসাধারণ। নির্মাতা যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন বিভিন্ন মনোরম লোকেশনে। 

বিজ্ঞাপন

সিনেটেক এর কর্নধার সেলিম রেজা বলেন, খায়রুল ওয়াসী দারুণ গেয়েছেন। গানটির কথাও চমৎকার। আশা করছি তার জনপ্রিয় সব গানের মতো সবার হৃদয়ে দাগ কাটবে। যারা কাজ করেছেন সবাই ভালো করেছেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD