দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না: অর্থমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪


দেশের মানুষ তো না খেয়ে  মারা যাচ্ছে না: অর্থমন্ত্রী
কথা বলছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী - ছবি: সংগৃহীত

বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‌‘তবে দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না।’


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আরও পড়ুন: আজ থেকে পদ্মা সেতুর যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে


এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।


আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন বসুন্ধরার এমডি


অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।”


জেবি/এসবি