তুরষ্ক দূতাবাসে বাংলাদেশ শিশু একাডেমির শিশুশিল্পীদের পরিবেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ-তুরষ্ক কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ তুর্কী দূতাবাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা।
আরও পড়ুন: শিশু একাডেমিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মুহাম্মদ ফারুক খান এবং ঢাকায় নিযুক্ত তুরষ্কের এম্বাসেডর রামিস সেন।
স্বাগত বক্তব্যের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীরা। আমন্ত্রিত অতিথি বৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন।
বাংলাদেশ শিশু একাডেমির সাথে তুরষ্ক দূতাবাস কালচারাল এক্সচেঞ্জের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তুরষ্কের এম্বাসেডর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
আরএক্স/