‘ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে সচল করার নিদের্শনা দিয়েছি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪
ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে সচল করার জন্য নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানি সফরের বিষয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান শেখ হাসিনা। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। সে বিষয়ে আলোকপাত করার জন্য আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমি বৃহস্পতিবার আইজিপির সাথে কথা বলেছি ট্রাফিক লাইটগুলোকে সচল করে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য। আগে একটা সময় অতিরিক্ত চাপ ছিল, এখন আর সেই চাপ নাই। আমরা যদি ট্রাফিক লাইট স্টিটেমে চলে যাই, সময় কমিয়ে যদি বারবার ছেড়ে দেই, মানুষ যদি একটু চলমান থাকে, যতক্ষণই লাগুক না কেন অনেকসময় বসে আছি সেই অনুভূতিটা আর হবে না। সেভাবেই আইজিপির সাথে কথা হয়েছে। আর এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছি।
আরও পড়ুন: সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন আজ
এসময় তিনি আরও বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়াতে যানজট অনেকটা কমে এসেছে। এখনও কিছু কিছু এলাকায় জানজট আছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত সংযুক্ত হয়েছে। আরও পাঁচটা মেট্রোরেল ঢাকাজুড়ে করা হবে। সেভাবেই আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
এমএল/