Logo

বিপিএলের প্লে-অফের টিকিটের জন্য উপচে পড়া ভিড়

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ২৩:৫৭
68Shares
বিপিএলের প্লে-অফের টিকিটের জন্য উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত

আর যে কারণে এই রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন কাঙ্কিত টিকিটের অপেক্ষায়

বিজ্ঞাপন

মিরপুর শের-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে বিপিএলের শেষ চারের খেলা। দিনের প্রথমে এলিমিনিটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। এছাড়া সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

সোমবার এমন হাইভোল্টেজ ম্যাচ সরাসরি মাঠে বসে দেখতে দর্শকদের টিকিট সংগ্রহের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিনের আলো ফোটার পরপরই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় আরও অনেক গুণে বাড়তে থাকে। আর বেলা ১১টার সময় রীতিমত জনস্রোত দেখা গিয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সকাল থেকেই মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের বুথে দর্শকদের দীর্ঘ লাইন। সাধারণত এমন লাইন দীর্ঘসময়ের পরই দেখা গেল। দুরদূরান্ত থেকে খেলা দেখতে আসা এসব ক্রিকেট প্রেমীরা মাঠে এসে সাপোর্ট দিতে চান দলকে। আর যে কারণে এই রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন কাঙ্কিত টিকিটের অপেক্ষায়।

এদিকে মিরপুরের ইনডোর স্টেডিয়াম বুথেও দর্শকদের দীর্ঘ লাইন ছিল চেখে পড়ার মতো। সবার কথা একটাই তারকা ক্রিকেটারদের খেলা মাঠে বসে উপভোগ করবেন। কেননা এদিন তো দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবালরাও মাঠে নামবেন। অন্যদিকে থাকবেন লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদরা ও মুশফিকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে অনলাইনের সমন্ত টিকিট। আর তারাও প্রিন্ট কপির জন্য ভিড় জমিয়েছেন মিরপুরের জাতীয় স্টেডিয়াম চত্বরে। এমনকি সাধারণ দর্শকদের জন্য টিকিটের মূল ভরসাও এখন স্টেডিয়াম প্রাঙ্গণ হয়েছে। 

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD