Logo

ক্রিকেট খেলাটা চেহারা দেখে হয় না: বাবুল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:১১
47Shares
ক্রিকেট খেলাটা চেহারা দেখে হয় না: বাবুল
ছবি: সংগৃহীত

এর মধ্যে আবার তামিম এবং ফজল হক ফারুকির নামও যোগ হয়েছে

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুখোমুখি হবে। তবে ফাইনালে উঠার এই লড়াইকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বৈরথ। এর মধ্যে আবার তামিম এবং ফজল হক ফারুকির নামও যোগ হয়েছে।

আফগান এই পেসারের বিপক্ষে বরাবরই যেন দুর্বলতা আছে খান সাহেবের। তবে এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তার দাবি, খেলাটা চেহারা দেখে নয়, বরং বল দেখে হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বরিশালের প্রধান কোচের ভাষ্য মতে, ‘আমার মনে হয়, ফারুকির যে বিষয়টা, সেটা আরও দুই বছর পূর্বের ঘটনা। এটা এখন আর আগের অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ্‌ তামিমও খুব ভালো অবস্থানেই আছেন। আর বললামই তো, সেটা দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ আমি দেখছি না।’

বাবুল আরও বলেন, ‘মাঠে বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিংয়ে থাকে, সেসময় কে বোলিং করছে সেটা দেখে না। দেখে সেটা ভালো বল না খারাপ বল... বল দেখেই ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে কখনো ক্রিকেট খেলা হয় না। আর আমি ইদানীং সময়ে দেখছি, খুবই বেশি পরিমাণে সাকিব-তামিম... আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে বেশ ভালো হয়। বাকী সবাই ভালো থাকে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিপিএলে সাকিব ও তামিমের লড়াই নিয়ে বাবুলের ভাষ্য, ‘আমরা নিজেদের খেলাটাই বেশি উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের বিষয়টা আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যেই দলের সাথেই কাজ করি... তামিম সেরা ক্রিকেট টাই খেলুক, আর আমার দল জিতুক। এই জিনিসটা অনেক উপভোগ করি। মাঠের খেলাটা বেশ উপভোগ করি।’

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD