বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রম ৭ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪


বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রম ৭ দিন সাময়িক বিঘ্ন ঘটতে পারে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, মহাকাশে সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। 


বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিএসসিএলেরব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তানজিনা সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হলেন ডা. রেয়াজুল হক


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম সাময়িক বিঘ্ন ঘটার সময়গুলো হচ্ছে- ৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত ৯ মিনিট; ৮ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ৯ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত ১৩ মিনিট; ১০ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত মোট ১৩ মিনিট; ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত মোট ১২ মিনিট; ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মোট ১১ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত ৮ মিনিট।


আরও পড়ুন: ১০ দেশের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ


প্রাকৃতিক কারণঘটিত এ সাময়িক বিঘ্নের জন্য অন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।


জেবি/এসবি