বেইলি রোডের অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪
রাজধানীর বেইলি রোডের ভবনে ভয়াবহ আহুন লাগার ঘটনায় দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে এ সব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সকালে মাননীয় প্রধানমন্ত্রী পৌনে ৭টার সময় আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, যা যা করার করবা। বলে দিবা, আমি সমস্ত রোগীর দায়িত্ব নিলাম। আর সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে, তাদের চিকিৎসার জন্য যা দরকার।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সবার শ্বাসনালী পুড়ে গেছে।
আরও পড়ুন: বেইলি রোডের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে লাগা ভয়াবহ এ আগুনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বাণিজ্যিক ভবনটি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, “হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রথম দুই ঘণ্টা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাত ১২টার পর থেকে আহত ব্যক্তিদের ভবন থেকে বের করে আনা হয়।”
আরও পড়ুন: ‘কাচ্চি ভাই’ থেকে খাবার আনতে গিয়ে পুড়ে মারা গেলেন ড্যাফোডিল শিক্ষার্থী তুষার
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে, “পুরো ভবনে অসংখ্য গ্যাস সিলিন্ডার মজুত ছিল। এমনকি সিঁড়িতেও মজুত ছিল সিলিন্ডার। ফলে ভবনটিতে আগুন লাগার সাথে সাথে তা দাউ দাউ করে জ্বলে ওঠে।”
ওই ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
জেবি/এসবি