চাল রফতানি বন্ধ করে দিল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪
রমজানে সুগন্ধি চালের চাহিদা বাড়ে বলে উল্লাখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,সেই দিক বিবেচনায় আতপ চাল রফতানি বন্ধ করা হয়েছে। রমজানে সুগন্ধিসহ সব ধরনের চালের দামই স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নওগাঁ খাদ্যগুদামের অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ পাকিস্তানিদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছিল: পার্বত্য প্রতিমন্ত্রী
তিনি বলেন, “সম্প্রতি বিদ্যুতের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। তবে এর কারণে চাল উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। কৃষক তথা ধান-চাল সেক্টরে সরকার ভর্তুকি মূল্যে বিদ্যুৎ বিতরণ করে থাকে। যা দিয়ে কৃষকেরা স্বল্প মূল্যে সেচ দিতে পারেন।”
আরও পড়ুন: বেইলি রোডে আগুন: সূত্রপাতের ধারণা পেয়েছে সিআইডি
অনুষ্ঠানে অন্যদের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি