Logo

সৌম্যতেই শুরু সৌম্যতেই ভরসা হাথুরুর

profile picture
জনবাণী ডেস্ক
৯ মার্চ, ২০২৪, ০৫:১৭
50Shares
সৌম্যতেই শুরু সৌম্যতেই ভরসা হাথুরুর
ছবি: সংগৃহীত

হ্যাঁ পাওয়ার-প্লেতে ওদের এপ্রোচ ভালো ছিল

বিজ্ঞাপন

বাংলাদেশ টাইগার দলের ওপেনিং ব্যাটিং নিয়ে জটিলতা দীর্ঘদিনের। এখনও পর্যন্ত ওপেনিং কম্বিনেশনে দীর্ঘ সময়ের জন্য দুই ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে অনেকটা টানাপোড়েনে রয়েছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই বছরে এসব  সমস্যা থেকে মুক্তি চায় টিম টাইগার বাহিনী। চলতি সময় পর্যন্ত নির্ভরযোগ্য কোনো কম্বিনেশন না পেলেও,লঙ্কানদের  বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে সৌম্য সরকারের ওপরই ভরসা রাখতে চান টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহ। 

শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে শুক্রবার (৮ই মার্চ )বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির প্রধান কোচ হাথুরুসিংহে। টাইগারদের ওপেনিং পজিশন নিয়ে সিলেটে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘ওপেনিং জুটি অতীতে ভালো করতে পারেনি। আমরা সেই ভুলগুলো শোধরাতে চাইছি। যদি তারা ভালো করে, আমরা খুব বেশি পরিবর্তন করতে চাই না। যদি এটা কাজ করে, অবশ্যই অব্যাহত রাখতে চাই। এটা শুধু ওপেনিং জুটির ক্ষেত্রেই নয়। হ্যাঁ পাওয়ার-প্লেতে ওদের এপ্রোচ ভালো ছিল।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌম্যতেই আস্থা হাথুরুর, “সৌম্য (লিটনের সঙ্গে) ওপেনিং জুটিতে ৬৩ রান এনে দিয়েছে। আপনার কয়টা সেঞ্চুরি আছে এই ফরম্যাটে তা বিবেচ্য নয়। দলে কতটা অবদান রাখছে এটাই গুরুত্বপূর্ণ। সে এখন দলে অবদান রাখছে। সেদিন গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছে। দুই ম্যাচেই ওদের সবচেয়ে ভয়ানক খেলোয়াড়কে আউট করেছে।’

উল্লেখ্য, শনিবার (৯ই মার্চ ) বিকাল ৩টায় সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বল্প ফরম্যাটের এই সিরিজটি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। তৃতীয় ম্যাচটি জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করে সিলেটের প্রাথমিক পর্ব শেষ করে চট্টগ্রামে উড়াল দিতে চায় টাইগারবাহিনী। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে এই দু’দল।

বিজ্ঞাপন

আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD