জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৪


জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি
ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। অন্যদিকে সোমবার (১১ মার্চ) থেকে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। ইতোমধ্যেই ঘরোয়া এই টুর্নামেন্টের সূচিও প্রকাশ হয়েছে। আবার মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। এরই মাঝে বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই বিসিবির এজিএম অনুষ্ঠিত হতে পারে।


সর্বশেষ ২০২২ সালের জুনে বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রায় ২০ মাস পর আরেক এজিএম অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আরও পড়ুন: এখন আমরাও টি-টোয়েন্টি খেলতে পারি: ক্রীড়ামন্ত্রী


বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রবিবার (৩১ মার্চ) এই বার্ষিক সভা অনুষ্ঠিত হতে পারে। তবে শনিবার (৯ মার্চ) সকালে বোর্ড সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।


জানা গেছে, এজিএম-ই এই বোর্ড সভার প্রধান আলোচ্য বিষয় হবে। সব মিলিয়ে বোর্ড সভায় তিনটি বিষয়ে আলোচনা হতে পারে।


আরও পড়ুন: জাতীয় দলে যোগ দিলেন মুশফিক-তামিম-মিরাজরা


এজিএম ছাড়াও আলোচনায় থাকবে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও বিস্তর আলোচনা করতে পারেন বোর্ড পরিচালকরা। এসব কিছুর বাইরে আরও দুই বা তিনটি বিষয় নিয়ে এই সভায় আলোকপাত হতে পারে।


এমএল/