ময়মনসিংহ সিটি নির্বাচন বিশাল ব্যবধানে এগিয়ে ইকরামুল হক টিটু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে প্রাপ্ত ১২৮ টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু ৭৭ হাজার ৯৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন।
এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি প্রতীক) এ পর্যন্ত ১৯ হাজার ৮৭ ভোট পেয়েছেন এবং এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) ৬ হাজার ৭২ ভোট পেয়েছেন।
আরও পড়ুন: কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা
নির্বাচন কমিশন বলেছে, ১২৮টি কেন্দ্রে ৯৯০টি বুথে সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। সারাদিন নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহ সিটি করপোরেশন এরাকায় ৩৩টি ওয়ার্ড আছে। এবারের নির্বাচনে সিটি মেয়র পদে পাঁচজন প্রার্থী, কাউন্সিলর পদে ১৪৯ প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশিরভাগ ওয়ার্ডেই প্রার্থীরা চার থেকে ছয়জন করে দাঁড়িয়েছে। এমনকি সর্বোচ্চ আটজন করে প্রার্থী দাঁড়িয়েছে তিনটি ওয়ার্ডে। সব মিলিয়ে এবারের নির্বাচনে দাঁড়িয়েছে মোট প্রার্থী হয়েছেন ২২৩ জন। বিএনপিপন্থী ১৫ জন এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ফরহাদ আলম।
এমএল/