যারা শারিরীক ভাবে অক্ষম তাদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে: তাসমিম জোবায়ের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৪


যারা শারিরীক ভাবে অক্ষম তাদেরও ভালোবাসা পাওয়ার অধিকার আছে: তাসমিম জোবায়ের
ছবি; সংগৃহীত

সম্প্রতি সময় আয়োজিত হয়ে গেলো প্যারিস ফ্যাশন উইক SS24 জার সহ আয়োজক ছিলো  মিস এক্সট্রাহ্যান্ডিনাইয়ার ফ্রান্স এবং ক্রিয়েটর হিসেবে ছিলেন বাংলার গৌরব তাসমিম জোবায়ের এছাড়াও পুরো অনুষ্ঠানটির অরগানাইজার হিসেবে ছিলেন রেক্স ফারনান্দো।পুরো ফ্যাশন শো জুড়ে দেখা যায় পুরো ফ্যশস্য জুড়ে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ শারীরিকভাবে অক্ষম কিছু নারী মডেলদের জারা নিজেদের  সুন্দরভাবে রানওয়েতে   নতুন করে  নিজেদের উপস্থাপন করেছেন।


বাংলার এই গর্ব তাসমিম জুবায়ের কে হতে পারে অনেকেই চেনেন অনেকে চেনেন না। তবে বাংলার ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন আর দেশের বাহিরে জগতে বলেন না  কেন নিজের একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে ফেলেছেন।


আরও পড়ুন: ইকরামুল হক টিটু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত


তাসমিম জোবায়ের একজন এশিয়ান-ইউরোপীয়ভিত্তিক বাংলাদেশী প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার। ১৯৯৪ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও শৈশব কেটেছে ভারতের দার্জিলিংয়ে। সেখানে একটি ডিজাইন স্কুলে তিনি পড়াশুনা করেছেন। কারণ ছোটবেলা থেকেই তার ফ্যাশনের প্রতি অনুরাগ ছিল। ২০১৮ সালে তিনি দুবাইয়ে - তার প্রথম বুটিক খোলেন। তাসমিম অতি দ্রুত দুবাইয়ের অন্যতম ডিজাইনার হিসেবে পরিচিতি লাভ করে ফেলেন । ২০১৯ সালেই তাসমিম জোবায়ের দুবাই আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহে তার আন্তর্জাতিক আত্মপ্রকাশ উদযাপন করেছিলেন।


আরও পড়ুন: নারী দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ক্লাবের আলোচনা সভা


তাসমিম এর ভাষ্য মতে, দারুন সময় কাটিয়েছি মিস এক্সট্রা হ্যান্ডিনাইয়ার এর প্রগ্রামে। আমাদের সবারই মনে রাখা উচিৎ যারা শারিরীক ভাবে অক্ষম তাদেরও অন্য সাধারন  মানুষদের মতো ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আমাদের আরও বিস্তৃত অংশ দরকার যেখানে অক্ষম জনেরা সাধারনের  মতোই হবে।


জেবি/এসবি