Logo

আইসিসির তিন ফরম্যাটেই র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

profile picture
জনবাণী ডেস্ক
১০ মার্চ, ২০২৪, ২১:৫৬
71Shares
আইসিসির তিন ফরম্যাটেই র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত
ছবি: সংগৃহীত

আইসিসির তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছে এশিয়ান পরাশক্তি ভারত

বিজ্ঞাপন

আইসিসির তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছে এশিয়ান পরাশক্তি ভারত। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির র‌্যাংকিংয়ে আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে ছিল দক্ষিণ এশিয়ার এই দলটি। নতুন র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টেও সবার উপরে উঠে গেছে আকাশী নীলরা।

ফেব্রুয়ারি-মার্চে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সর্বশেষ ৭ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের ফাইনাল টেস্ট ধর্মশালায় ইংলিশদের ইনিংস ব্যবধানে হারায় রোহিতরা। এতে অস্ট্রেলিয়া থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে গেছে ভারত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‌্যাংকিং টেবিলে ভারতের রেটিং পয়েন্ট ১২২। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১১। এরপরই নিউজিল্যান্ডের অবস্থান। ১০১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।

তবে ভারতের শীর্ষস্থান নড়চড় হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হলে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতে গেলে হয়তো নিজেদের জায়গা পুনরায় ফিরে পাবে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও ভারত সবার উপরে। ওয়ানডে ভারতের রেটিং পয়েন্ট ১২১। তাদের থেকে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

আর টি-টোয়েন্টিতে ভারতীয়দের থলিতে জমা আছে ২৬৬ পয়েন্ট। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD