যুক্তরাষ্ট্রে ঘড়ির কাটা এক ঘণ্টা এগোলো


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪


যুক্তরাষ্ট্রে ঘড়ির কাটা এক ঘণ্টা এগোলো
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধিকাংশ এলাকায় ঘড়ির কাটা এক ঘণ্টা এগোলো! রবিবার ভোর রাত ২টার সময় সকলকে ৩টা বাজাতে হয়েছে বলে জানা গেছে। 


দেশটিতে রবিবার (১০ মার্চ) থেকে শুরু হলো ডে লাইট সেভিংস টাইম। দিনের আলোকে কাজে লাগানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে ৩ নভেম্বর রবিবার ভোর রাত ২টা পর্যন্ত।


আরও পড়ুন: বিয়ের কয়েক ঘণ্টা আগে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, বাবা গ্রেফতার


উল্লেখ্য, প্রত্যেকের স্মার্ট ফোন বা আই ফোনে আপনাআপনি সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সময়সূচি অনুসারে, নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১০টা।


আরও পড়ুন: কাবা চত্বরে প্রবেশে নতুন বিধি-নিষেধ কার্যকর


এদিকে, ঘড়ির কাটা আগ-পাছ করার আওতায় নেই আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া, গুয়াম, পর্তোরিকো ও ভার্জিন আইল্যান্ড। 


জেবি/এসবি