Logo

ভালো কাজ পেলে ফিরিয়ে দেব না: মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
১১ মার্চ, ২০২৪, ০৪:৩৮
74Shares
ভালো কাজ পেলে ফিরিয়ে দেব না: মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই বসবাস করছেন তিনি

বিজ্ঞাপন

বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার। দ্বিতীয় বিয়ের পর স্বামী ও একমাত্র ছেলে ফারিশকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল নায়িকা মাহিয়া মাহির। কিন্তু তার সেই সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এসে বিচ্ছেদের ঘোষণা দিয়ে বসেন মাহি। এরপর নিজের নাম থেকে স্বামীর পদবিও মুছে ফেলেন এই চিত্রনায়িকা। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই বসবাস করছেন তিনি।

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরই আবারও কাজে মনোযোগ দিয়েছেন মাহিয়া মাহি। সম্প্রতি বেশ কিছু কাজ নিয়ে অনেক ব্যস্ত আছেন তিনি। এর মাঝেই জানিয়েছেন ভালো কোনো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি জানান, অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় পরিচালক ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সাথে কাজ করতে চেয়েছিল। আমি চাইলে হলে অন্তত পাঁচটি ভালো ছবি করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার জন্যই। কোনো প্রকার বাছ-বিচার ছাড়াই ফিরিয়ে দিচ্ছিলাম সবাইকে। এখন সব ধরনের ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো কোনো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন নিয়মিত কাজ করতে চাই।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সাথে বিবাহ বন্ধনে জড়ান মাহি। এর কয়েক বছর পরই ২০২০ সালে মে মাসে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সাথে বিচ্ছেদের কথা জানান এই নায়িকা। পরে ২০২১ সালে আবারও রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সাথে বিয়ে করেন মাহিয়া মাহি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD