শবে কদর কবে জানালো চাঁদ দেখা কমিটি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪


শবে কদর কবে জানালো চাঁদ দেখা কমিটি
ফাইল ছবি

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।  এ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) থেকে  শুরু হবে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।


একইসাথে পবিত্র লাইলাতুল কদরের তারিখও জানিয়ে দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসে এ কমিটির সভা।


সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানিয়েছেন, “দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে। এছাড়া প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। সে অনুযায়ী আগামী ৬ এপ্রিল (শনিবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।”


আরও পড়ুন: দেশের আকাশে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু


প্রসঙ্গত, মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর খুবই মর্যাদাপূর্ণ একটি রাত। স্বয়ং আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন।


পবিত্র কোরআনে লাইলাতুল কদর রাতের গুরুত্ব- তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। তাতে মহিমান্বিত এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ইরশাদ করা হয়েছে। এজন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফে থাকতেন এবং ইবাদতে গভীর মনোনিবেশ করতেন।


আরও পড়ুন: সেহরি ও ইফতারে যা খেতেন মহানবী (সা.)


কোরআন এই রাতেই প্রথম নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মাহাত্ম্যপূর্ণ রজনীতে। পবিত্র কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআন নাজিলের রাত শবে কদর। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার জাবালে রহমত তথা হেরা পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবি হজরত মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কোরআন কারিম অবতীর্ণের সূচনা হয়।”


জেবি/এসবি