ওয়ানডের একাদশে কারা থাকছেন, আভাস দিলেন অধিনায়ক


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪


ওয়ানডের একাদশে কারা থাকছেন, আভাস দিলেন অধিনায়ক
ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ওয়ানডের আগের দিন মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন দলনেতা নাজমুল হোসেন শান্ত। 


তরুণ তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাসসহ দলে রয়েছেন চার ওপেনার। আগামীকাল কে খেলবেন বা খেলবেন না সে বিষয়ে অনেকটা ধোঁয়াশাই রেখে দিলেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘এখনই এটা প্রকাশ করতে চাইছি না।টিমের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই বিবেচনা করা হবে।’


আরও পড়ুন: সমর্থকদের ফিডব্যাক দিতে চান শান্ত  


তবে সৌম্য সরকারকে নিয়ে শান্ত জানান, ‘অনেকদিন পর দলে এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল সে, এর মধ্যে একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা বিশেষ প্রয়োজন। সৌম্যসহ সবাই সেদিকেই ফোকাস দিছে। আশা করব, সে ওয়ানডে সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছুই করবে।’


ব্যাটিং অর্ডারে এবারের সিরিজে অবশ্য কোনো ধরনের রদবদল হবে না, তেমনই আভাস দিয়ে রাখলেন অধিনায়ক শান্ত। সাথে দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা নিয়েও অধিনায়কের কণ্ঠে আক্ষেপ ঝরেছে, ‘গত সিরিজে খুব একটা চেন্জ হয়নি। এখন সাকিব ভাই দলে নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতেই হয়। উনি থাকলে দল করাটা অনেক সহজ হয়। আর এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজানো হবে। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি একটা চেন্জ হবে না।’


আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে সাকিবের মন্তব্যের সত্যতা প্রকাশ তামিমের


শান্তর চাওয়া হলো সবাইকে নিয়ে একটা দল হয়ে খেলা, ‘সবচেয়ে বড় বিষয় গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা। নিউজিল্যান্ড সিরিজে সেটা আমরা করতে পেরেছি, সেখানে আমরা সব ম্যাচই জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা মাঠে কতটা ভালো খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটুকু সমর্থন করছি।’


এমএল/