গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের পর আলোচিত বাঁশের সাঁকো পরিদর্শন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪
সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের একদিনের মাথায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের আলোচিত সেই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
রবিবার (১৭ মার্চ) দুপুর ১ ঘটিকায় ডৌবাড়ী ইউপির যাত্রাভা ও লামাদুমকা মৌজার (৮ ও ৯ নং ওয়ার্ড) মধ্যবর্তী স্থানে হাকুর খালের উপর নির্মিত বাঁশের সাঁকো সরেজমিন পরিদর্শনে যান তিনি।
আরও পড়ুন: গোয়াইনঘাটে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার
এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে মিললো জ্বালানি তেলের খনি
উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৪ ইং, জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার অনলাইন সংস্করণে ‘গোয়াইনঘাট বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জেবি/এসবি