হলমার্ক দুর্নীতি মামলা: সাজার রায় শুনে পালিয়ে গেলেন আসামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১১টি মামার মধ্যে একটি সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। এ রায় শুনে তিনি আদালত থেকে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: তানভীর-জেসমিনের যাবজ্জীবন কারাদণ্ড
এদিন আদালতে জামিনে থাকা আসামি জামাল উদ্দিন উপস্থিত হন। তার উপস্থিতি থাকাকালীন আদালত রায় ঘোষণা করেন। রায়ে এক ধারায় তার পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মো. হারুন ওর রশিদ জানান, “এ মামলায় আসামি জামাল আদালতে হাজিরা দেন। রায় ঘোষণার সময় উনি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে দেখি চলে গেছেন।”
আরও পড়ুন: ড. ইউনূসের দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল
আদালতের বেঞ্চ সহকারী রাজিব দে বলেন, “আসামি জামাল জামিনে ছিলেন। আজকে হাজিরা দিয়েছেন। রায়ের পর তাকে না পাওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
জেবি/এসবি