৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৪
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দেরি হওয়ায় মার্চে নয়, এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলপ্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (১৯ মার্চ) পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।
পিএসসি চেয়ারম্যান বলেন, “মার্চের শেষ দিকে আমরা ফল প্রকাশের চিন্তা-ভাবনা করছিলাম। নম্বর গণনাসহ বেশ কিছু কাজ থাকায় মার্চে ফলপ্রকাশ করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিলের শুরুতে ফলপ্রকাশ করতে পারবো।”
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ
গত ২০২১ সালের ৩০ ডিসেম্বরে ৪৪তম বিসিএসের আবেদন শুরু হয়ে তা ২ মার্চ পর্যন্ত চলে। ওই বিসিএসে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। ২০২২ সালের ২৭ মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। গেল বছরের ২৯ ডিসেম্বর এ বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।
আরও পড়ুন: রমজানে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন খোলা থাকবে
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, পরিবার পরিকল্পনায় ২৭, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
জেবি/এসবি