৪১তম বিসিএসে ২৪৫৩ ক্যাডার কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৪


৪১তম বিসিএসে ২৪৫৩ ক্যাডার কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন
ফাইল ছবি

৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশ পেয়েছেন দুই হাজার ৪৫৩ জন। তাদের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন  মন্ত্রণালয়। 


বৃহস্পতিবার (২১ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। অর্থাৎ ৬৭ জন বাদ পড়েছেন।


আরও পড়ুন: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এপ্রিলে


নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।


আরও পড়ুন: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির প্রবেশপত্র ডাউনলোড শুরু


নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৩২১ জন। তারা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১০০ জন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।


জেবি/এসবি