Logo

আগামী সেপ্টেম্বরে ভারতে যাবে টিম বাংলাদেশ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০২:৩৯
39Shares
আগামী সেপ্টেম্বরে ভারতে যাবে টিম বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবে। সেখানে রোহিত-কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার বাহিনী।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে শান্ত-মেহেদীরা। এর পরই ভারত সফরে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র ভারত সফরের দিনক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিবি সূত্র আরও জানিয়েছে, এই সফরে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রায় এক মাস ভারতে অবস্থান করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় এই সফর ১৫ অক্টোবর সম্পন্ন হবে। দীর্ঘ এই সময়ে রোহিত-গিলদের সাথে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সফরটি ২০২৪ সালের এফটিপি অন্তর্ভূক্ত।

এর আগে, সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে খেলেছেন সাকিব-রিয়াদরা। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্মরণকালের সবচেয়ে বাজে সময় কেটেছে টাইগারদের। তবে ওয়ানডে মহারণের পরপরই নতুন উদ্যমে নিজেদের খুঁজে পেয়েছে শান্ত-হৃদয়রা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভেন্যুতে স্মরণীয় সব জয় এসেছে। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে শান্ত বাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুতে পাড়ি দেবে শান্ত-সাকিব-রিয়াদরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা। এরপরই শুরু হবে ২০ ওভারের বৈশ্বিক মহারণের শিরোপা জয়ের নতুন অভিযান।

অন্যদিকে আইপিএলে ব্যস্ত সময় পার করছেন ভারতের রোহিত-কোহলিরা। ঘরোয়া এই টুর্নামেন্ট শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়বে টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD