কাবা থেকে নামাজের কাতার গেলো ৩ কিলোমিটার দূর পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪
এবারের পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ছিল গতকাল। আর এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য লাখ লাখ মানুষের ঢল নামে। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল ৩ কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।
শনিবার (২৩ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা গেছে, নিচে লাখ লাখ মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনও ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন: মস্কোয় কনসার্টে ভয়াবহ হামলা, নিহত ৬০
আল মাআলা মক্কার একটি প্রসিদ্ধ এলাকা। এই এলাকায় অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া এই এলাকায় রয়েছে আল মাআলা কবরস্থান। যা মক্কার অন্যতম পুরোনো একটি কবরস্থান। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর অনেক সঙ্গী এবং ইসলামিক ব্যক্তিত্ব এই কবরে শুয়ে আছেন।
আরও পড়ুন: সোমালি জলদস্যুদের সামনে এখন ২টি পথ খোলা: পান্টল্যান্ড পুলিশ
এদিকে, পবিত্র রমজান মাস আসলে মক্কায় লাখ লাখ মুসল্লিদের সমাগম ঘটে। বিভিন্ন দেশ অনেকে আসেন। আবার কেউ কেউ আসেন সৌদির বিভিন্ন অঞ্চল থেকে। মহিমান্বিত ও পবিত্র এ মাসটি কাবার কাছে কাটাতে চান তারা। এছাড়া অনেকে ওমরাহ হজও পালন করেন।
রমজান মাসের মুসল্লিদের এ ভিড় যেন খুব ভালোভাবে সামাল দেওয়া যায় সেটি নিশ্চিতে অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে সৌদির সরকার।
সূত্র: গালফ নিউজ
জেবি/এসবি