আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি নাগরিক আটক


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪


আগরতলা রেলস্টেশনে ৭ বাংলাদেশি নাগরিক আটক
ছবি: প্রতিনিধি

আবারও ভারতের ত্রিপুরায় বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। আগরতলা রেলস্টেশন থেকে  ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। এদিকে, সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারি চালানো সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ ঘটে এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। 


আরও পড়ুন: এমভি আবদুল্লাহর ওপর সতর্ক নজর রাখছে ভারতীয় নৌবাহিনী


শনিবার (২৩ মার্চ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দ‍েশ‍্যে রওনা হওয়ার চেষ্টা করছিল ৭ জন বাংলাদেশি। তাদের মধ‍্যে ২জন মহিলার ছদ্মবেশে রওয়ানা হয়েছিল। কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিন ত্রিপুরায় প্রবেশ করেছে। তাদের সঙ্গে একটি ১০ মাসের একটি শিশু সন্তান ও রয়েছে।


আরও পড়ুন: রাশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১১৫, আটক ১১


আটকৃতদের নাম ইয়ামিন হাওলাদার (৪৪),  মোহাম্মদ হোসেন (২০) শুকুর আলি হাওলাদার(১৯) ফারজেনা আক্তার  (২০), রুমি বেগম (২১) এবং নয়ন হোসেন (২৫)। 


তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


জেবি/এসবি