বড় ব্যবধানে পরাজয়ের পর যা বললেন শান্ত


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪


বড় ব্যবধানে পরাজয়ের পর যা বললেন শান্ত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে টাইগাররা। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৮২ রানে। সিলেট টেস্টে শান্তদের হারের ব্যবধান ৩২৮ রান।


পুরো ম্যাচজুড়ে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা বেশিই হতাশ করেছেন দর্শকদের। এমন হারের পর অবশ্য লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার কাপ্তান।


আরও পড়ুন: শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের


প্রথম টেস্ট হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ' ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ ছিল। একই সাথে দলের বোলাদেরও প্রশংসা করেন শান্ত, 'আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দারুণ ছিল। উইকেটটা ভালো ছিল।'


শান্ত তাগিদ দিয়ে রাখলেন ব্যাটিংয়ে উন্নতির জন্য, 'আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য অনেক উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক বেশি কাজ করতে হবে এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব পরিকল্পনা থাকবে সে সময় এবং আশা করি, আমরা আরও ভালো করতে পারব।'


আরও পড়ুন: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে শ্রীলঙ্কা, ধুঁকছে টাইগাররা


চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন অভিঙ্গ ব্যাটার মুমিনুল হক। এদিন অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তাকে নিয়ে শান্ত জানান, 'তিনি চাপের মধ্যেও অসাধারণ একটি ইনিংস খেলেছেন এবং আশা করি সামনে দলের প্রয়োজনে এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।'


এমএল/