ট্রেইলারে প্রশংসিত ‘সাবরিনা’, মুক্তি ২৫ মার্চ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


ট্রেইলারে প্রশংসিত ‘সাবরিনা’, মুক্তি ২৫ মার্চ

সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দুজনের নাম সাবরিনা। এ সাবরিনার মাধ্যমে সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা।

জানা গেছে, আগামী ২৫ মার্চ ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইতে সিরিজটি মুক্তি পাবে।

মেহ্জাবীন চৌধুরী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে আমি সবসময় এমন চিত্রনাট্যে কাজ করতে চেয়েছি, যেখানে নারীর অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়। যেই চরিত্রগুলো আমাকে নার্ভাস করে ফেলে, এই চরিত্রগুলো করতে আমি পছন্দ করি। এই সিরিজটিও ঠিক তেমনই, আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম চরিত্রটি করতে পারবো কি না! দর্শকদের কাছে ভালো লাগবে, আমার বিশ্বাস। সিরিজটির শেষ দিকে গিয়ে একটি চমকও পেতে পারেন দর্শকরা, সেটি কি জানতে হলে অবশ্যই সিরিজ দেখতে হবে।’

আসছে ওয়েব সিরিজ 'সাবরিনা'
অন্যদিকে নাজিয়া হক অর্ষা বলেন, ‘যখন কোন চ্যালেঞ্জিং চরিত্র করতে বলা হয় যেই চরিত্রটি আমি আগে কখনও দেখিনি সেটার প্রস্ততি একরকম হয় আবার যে চরিত্রটি আমি সবসময় দেখে এসেছি, তার বেলায় অন্যরকম হয় এবং সেটা খুবই সূক্ষ্মভাবে করতে হয়। সেদিক থেকে এই গল্পের যে চরিত্রটি, এই চরিত্রটিকে আমাদের আশেপাশে আমরা সবাই-ই কম বেশি দেখেছি। যার জন্য চরিত্রটিকে নিয়ে ভাবতে হয় খুবই সূক্ষ্মভাবে। প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো, আমি চেষ্টা করেছি সেই সূক্ষ্ম আমিটাকে উপস্থাপন করতে যেটা দেখে প্রত্যেকটা নারী উপলব্ধি করতে পারে যে, হ্যাঁ আমি এটা ফেইস করেছি। আমাদের সবারই চেষ্টা ছিলো গল্পের সঙ্গে চরিত্রের গাঁথুনিটা যেন মজবুত হয়। এখন বাকিটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন।’

সিরিজটিতে এই দুই চরিত্র ছাড়া আরও অভিনয় করেছেন রুনা খান, সাঈদ জামান শাওন, ইন্তেখাব দিনার, ইয়াশ রোহান, হাসান মাসুদ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের খান, ডাঃ এজাজ প্রমুখ।

ওআ/