ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বাবা ও ছেলের


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪


ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বাবা ও ছেলের
ছবি: সংগৃহীত

ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে বাবা ও ছেলে। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি স্টেশন সংলগ্ন কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত বাবা গোবিন্দ নাগ (৩০) পেশায় ছিলেন রাঁধুনি। ছেলে গৌরব নাগ (৭) প্রথম শ্রেনীর ছাত্র। রবীন্দ্রনগর কালীতলায় সমর হালদারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন গোবিন্দ। 


আরও পড়ুন: ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান


মঙ্গলবার (২ এপ্রিল ) বিকেল ৪ টায় কাজ থেকে ফিরে ছেলে গৌরবকে পাশের পুকুরে সাঁতার শেখাতে নিয়ে যান গোবিন্দ। সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পাড়ে বাবা ও ছেলের জুতো দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুকুরে তল্লাশি শুরু করে স্থানীয়রা। 


আরও পড়ুন: ঈদুল ফিতরের তারিখ জানাল পাকিস্তান


খবর যায় পুলিশে। রাতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করে। রাত ১১টায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় চুঁচুড়া থানার পুলিশ। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নামে এলাকায়।


জেবি/এসবি