বান্দরবানে রুমার পর থানচির সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪
বান্দরবানের রুমা উপজেলার পর এবার থানচি উপজেলায়সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
এ সময় বাজার ঘেরাও করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে।
আরও পড়ুন: বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ভল্টের টাকাসহ ১৪ অস্ত্র লুট ম্যানেজার অপহরণ
এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করে কেএনএফ। তখন পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকাসহ ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র বাহিনীরা। অপহৃত ব্যাংক ম্যানেজারের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: বান্দরবানে জীপ গাড়ি খাদে পড়ে ২ নারী পর্যটক নিহত
বুধবার (৩ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান, সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের জিএম ও মুসা খান।
জেবি/এসবি