Logo

মুজিবনগরে জনপ্রশাসন মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ঢেউটিন ও চেক বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
৫ এপ্রিল, ২০২৪, ০৫:৫০
76Shares
মুজিবনগরে জনপ্রশাসন মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ঢেউটিন ও চেক বিতরণ
ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম

বিজ্ঞাপন

মুজিবনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল ও জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির বিশেষ বরাদ্দ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ / বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্হাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হত দরিদ্র উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনাসভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথি নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ উন্নয়নে বিশ্বের রোল মডেল হিসাবে পরিগণিত হচ্ছে তারই ধারাবাহিকতায় মেহেরপুরের গর্ব জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সব সময় অসহায় দরিদ্র মানুষের খোঁজখবর রাখছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার বিশেষ বরাদ্দ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে সমস্ত সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে সেসব বিষয়ে তুলে ধরা হয়।

 

আলোচনা সভা শেষে ৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ৫৩ বান্ডিল ঢেউটিন এবং বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৫৯  হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD