Logo

পটুয়াখালীতে জমে উঠেছে শপিংমল ও বাজার

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৪, ২৩:৪২
84Shares
পটুয়াখালীতে জমে উঠেছে শপিংমল ও বাজার
ছবি: সংগৃহীত

সদর রোডস্থ ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় নানা সাজে সজ্জিত স্টল গুলোতে কমতি নেই কোন ক্রেতার

বিজ্ঞাপন

বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর ৷ দেশজুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে শেষ সময়ে জমে উঠেছে পটুয়াখালী জেলায় ঈদ বাজার। 

সম্প্রতি পটুয়াখালী পৌর শহর ও সকল উপজেলা শহরে ক্রেতার ভিড়ে বিপণিবিতান ও সকল প্রকার বাজার গুলোতে ক্রমেসি  সকাল থেকে  রাত পর্যন্ত চলে বেচাকেনা জমে ওঠে ক্রেতার ভিড় ৷ পটুয়াখালী মধ্য  মুহূর্তের সময়  কেনাকাটায় ব্যস্ত নিউ মার্কেট,সদর রোড,পুরান বাজার,সবুজবাগ মোড় ও সফল ব্যস্ত শহর স্টল গুলোতে । সদর রোডস্থ ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় নানা সাজে সজ্জিত স্টল গুলোতে কমতি নেই কোন ক্রেতার । 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা শহরের নান্দনিক  এসপি কমপ্লেক্সসহ আরো বেশ কয়েকটি নামিদামি ব্র্যান্ডের দোকান থাকায় সেখানে ক্রেতাদের অনেকটা  ভিড় লক্ষ্য করা গেছে। জেলার প্রতিটি উপজেলা সদরেও এখন ঈদ বাজার জমজমাট হয়ে উঠেছে। পটুয়াখালী নগরীর প্রতিটি মার্কেটেই এখন ক্রেতাদের পদচারণায় মুখরিত। ফুটপাতে রয়েছে হকারদের রকমারি দোকান। 

বিজ্ঞাপন

এদিকে পটুয়াখালী  জেলা শহর থেকে শুরু করে উপজেলার প্রতিটি মার্কেট, শপিংমল ও বিপণিবিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাত পর্যন্ত চলছে থেমে থেমে  বেচাকেনা। জেলা শহরের নিউ মার্কেট, পৌর আধুনিক সুপার মার্কেট, সদর মার্কেট,  এসপি কমপ্লেক্স,বিভিন্ন নামে প্লাজা, পৌর হকার্স মার্কেটসহ প্রতিটি মার্কেটেই এখন ক্রেতাদের জমে উঠেছে ভিড়। এছাড়াও পাড়া-মহল্লায় গড়ে উঠা বিভিন্ন কাপড়ের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিন সকাল ৯টা থেকেই মার্কেটগুলোতে ক্রেতারা আসতে দেখা গেছে। বেচা-বিক্রি চলে  রাত পর্যন্ত। শহরের সড়ক বাজারের বিভিন্ন নামে শাড়ির দোকানগুলোতে দেখা গেছে নারীদের ভিড়। শহরের আদালত পাড়ার বাসিন্দা মোঃ আবু সাঈদ ইব্রাহিম ও গোরস্থান রোড বাসিন্দা  মোঃ মশিউর রহমান ,পরিবারের জন্য কাপড় কিনতে মার্কেটে এসেছি। এ বছর কাপড়-চোপড়ের দাম একটু বেশি। নিউ মার্কেটে ও অনন্য  গার্মেন্টসের মালিক মাসুম শেখ  জানান, এবারের ঈদকে সামনে রেখে ভালো বেচাকেনা হচ্ছে। নিউ মার্কেটের পাঞ্জাবির দোকান পাঞ্জাবি ফ্যাশনের মালিক মো. রুহুল আমিন বলেন, গরমের জন্য সূতি পাঞ্জাবির চাহিদা একটু বেশি। বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মার্কেট ও ফুটপাতে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে ঈদের পোশাক কেনায় ব্যস্ত সাধারণ মানুষ। অন্যান্য বছরের তুলনায় এ বছর পোশাকের দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। সরেজমিন উপজেলা সদরের বিভিন্ন মার্কেটসহ হাট বাজারের ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ঝুলানো হয়েছে বিভিন্ন ধরনের ব্যানার। ব্যবসায়ীরা জানান, রমজানের শেষ দিকেই বেশি বেচা-কেনা হয়। 

বিজ্ঞাপন

 রকমারি পোশাকে ঠাঁসা বিপণি বিতানগুলো। চাহিদা অনুযায়ী ঈদে সময়োপযোগী সালোয়ার-কামিজের সমাহার শহর থেকে মফস্বল ও গ্রামাঞ্চলের সপিং মলগুলো এখন রমরমা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD