Logo

ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যার বিষয়ে জানালেন ইনু

profile picture
জনবাণী ডেস্ক
৭ এপ্রিল, ২০২৪, ২০:৫৬
ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতা তুষার হত্যার বিষয়ে জানালেন ইনু
ছবি: সংগৃহীত

প্রকৃত আসামিদের ধরতে প্রশাসনকেও তৎপর হতে বলেন

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুজিব কোর্ট গায়ে দিয়ে দুই বগলে যারা বিএনপি-জামায়াত পোষে তারাই তুষারকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে ভেড়ামারার গোলাপনগরে জানাজার পূর্বে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ করে বলেন, দয়া করে ব্যক্তিগত বিরোধের কথা বলবেন না। কারণ জাসদের সাথে, তুষারের সাথে কারোর ব্যক্তিগত বিরোধ ছিল না। এতে করে প্রকৃত দুষ্কৃতকারীরা রেহায় পেয়ে যাবে। প্রকৃত আসামিদের ধরতে প্রশাসনকেও তৎপর হতে বলেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারের জানাজায় অংশ নিয়ে ইনু এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করুন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন।

বিজ্ঞাপন

তুষারের বাবা রবিউল ইসলাম রবি বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই, আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। বাদীপক্ষ এলে আমরা মামলা নেব। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সাড়ে ৭টায় গোলাপনগর রবিউলের চায়ের দোকানে মোটরসাইকেলযোগে আগত দেশীয় অস্ত্র হাতে ২৫-৩০ জন সশস্ত্র দুর্বৃত্ত তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০.৪০ মিনিটে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD