তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন।  শনিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের বাসভবন থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, দেশটির উপকূলীয় শহর ও অর্থনৈতিক কেন্দ্র দার এস সালাম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মেলেলা কিবাওনিতে এক দুর্ঘটনায় ২২ জন মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৩৮ জন।

মোরোগোরো অঞ্চলের পুলিশ প্রধান মুসলিম বলেন, মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার এস সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে দুর্ঘটনায় হতাহতে টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘রাস্তায় চলাচলকারীরা ট্রাফিক নিয়ম মেনে চলুন।’ দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এসএ/