ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪
ঝালকাঠিতে কালবৈশাখীর সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।
আরও পড়ুন: ঝালকাঠিতে পুকুরের মধ্যে বাঁশখুটি দিয়া মাঁচান বানিয়ে বসবাস
এদের মধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
আরও পড়ুন: ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
তিনি জানালেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেইসঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এসময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়। পরে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেবি/এসবি