১৯ এপ্রিল ঢাকায় গান শোনাবেন আতিফ আসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৭ পিএম, ৭ই এপ্রিল ২০২৪

অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় কনসার্ট মাতাবেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
রবিবার (৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন এই তারকা নিজেই।
আরও পড়ুন: ঈদের ছুটিতে যে দেশে উড়াল দিলেন মিম
তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন তিনি। এর আগেই পা রাখবেন ঢাকার মাটিতে।
আরও পড়ুন: বোনকে সামলান, সামনে পড়লে থাপড়ায়ে দেবনে: পরীমনি
এর আগে গেল মার্চের শেষের দিকে সামাজিকমাধ্যমফেসবুকে এক স্ট্যাটাসে আতিফ জানান, শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি। তবে সে সময় দিনক্ষণ জানাননি। রোববারই (৭ এপ্রিল) কনসার্টের সময় ঘোষণা করলেন এই তারকা।
জেবি/এসবি